রাজকীয় পত্রবন্ধু

সুলতান সুলেমান


মোঘল সম্রাট খাঁন নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ূন মির্জা এবং অটোমান সুলতান সুলেমান খাঁন পেন-ফ্রেন্ড ছিলেন। একজন যেমন ছিলেন আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে এশিয়ার মধ্যে হিন্দুস্তানের বাদশাহ, তেমনি অপরজন ছিলেন কন্সটান্টিনোপল থেকে শুরু করে মিশর, সৌদি আরব এবং ইউরোপের বাদশাহ।


দুজনের মধ্যে বেশ ভালো চিঠি চালাচালি হতো। আর দুজনেরই গলার কাটা ছিল পারস্য এবং পারস্যের শাহ তামাস্প। শাহ তামাস্প ছিলেন সাফাভীদ সাম্রাজ্যের শাহ এবং একজন শিয়া মতালম্বী। তিনি জোর করে মানুষদের শিয়া মতাদর্শ গ্রহণ করাতেন এবং এই বিষয়ে খুব জোরালো অবস্থান ছিল তার। তিনি সম্রাট হুমায়ুনকেও শিয়া করতে অনেকবার চেষ্টা করেছিলেন। এছাড়াও অটোমান এবং মোঘল সীমানায় তার বাহিনীর সীমালঙ্ঘন এর জন্য প্রায়ই সুলতান সুলেমান খাঁন এবং সম্রাট হুমায়ুনকে ঝামেলা পোহাতে হতো। এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক কথা হয়েছে। তারা একসাথে পারস্য আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের মুসলমানদের রক্তপাত করার কোন ইচ্ছা ছিল না। (যদিও শিয়ারা আসলে মুসলমান নয়)


সুলতান সুলেমান খাঁন ৪ টি মহাসাগর এবং ৪ টি মহাদেশের সুলতান ছিলেন। দুজনেরই পরস্পরের জন্য ছিল শ্রদ্ধা তাই তো সম্রাট হুমায়ুন বলেছিলেন,

সম্রাট হুমায়ুন


এই সমগ্র পৃথিবীর সত্যিকারের সুলতান মাত্র একজন, আর তিনি সুলতান সুলেমান খাঁন।

---- সম্রাট খাঁন নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ূন মির্জা 👑

গালিব আবীর খাঁন

৯ জোষ্ঠ ১৪২৭

রাত ৮ঃ৫৫

Galib Abir Khan

No comments

Theme images by rusm. Powered by Blogger.